রংপুরে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান

রংপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ পাঁচ দফা দাবী বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেছে। আজ সোমবার, ২২ মার্চ দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেয়া হয়।

পরে নেতৃবৃন্দ বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে প্রতিশ্রæতি বদ্ধ থেকে পাঁচটি বিষয় প্রধানমন্ত্রীর নজরে এনেছি। এগুলো শিক্ষার উন্নয়নের সাথে একান্তভাবে জড়িত।

দাবিগুলো হচ্ছে, তৃতীয় শ্রেণীর কর্মচারীগণের ন্যূনতম বেতন গ্রেড ১১ তম প্রদান, শিক্ষার্থী অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার নামকরণ, পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রণালয়ের চাকরিবিধি-২০১২ দ্রæত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা।

এবি/রাতদিন

মতামত দিন