রংপুরে ব্যতিক্রমী আয়োজনে এশিয়ান টেলিভিশনের আটে পদার্পণ

‘সাত পেরিয়ে আটে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ শ্লোগানে রংপুরে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এতিম ও হাফেজ দিয়ে কোরআন খতম, মিলাদ এবং দোয়ার মধ্য দিয়ে ব্যাতিক্রমি এই আয়োজন করা হয়।

শনিবার, ১৮ জানুয়ারি রংপুর নগরীর আলম নগরের আফতাবিয়া সুন্নিয়া মাদ্রাসার হেফ্জ খানায় এতিম এবং হাফেজদের নিয়ে এই দোয়া, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে এতিমদের মুখে কেক তুলে দিয়ে জন্মদিনের শুভ সূচনা করেন।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপ-পরিচালক আশরাফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি কাজী মুক্তাকি ইবনু মিনান, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবির, সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন, রংপুর সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম জিয়াউল ইসলাম আনোয়ারী, কৃষি ব্যাংকের ডিজিএম আশরাফ হোসেন, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহীনুর রহমান রেজা, একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, জয়যাত্রা টিভির স্পেশাল করেসপন্ডেন্ট চঞ্চল মাহমুদ, দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার বিভাগীয় প্রতিনিধি শিতুজ্জামান শিতু, ইনন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রংপুর অফিস প্রধান নজরুল ইসলাম রাজু, যমুনা টেলিভিশন ও নয়া দিগন্ত পত্রিকার ব্যুরো প্রধান সরকার মাজহার মান্নান।

ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাতদিন ডট নিউজ এর রংপুর প্রতিনিধি মেজবাহুল হিমেল

এ’ সময় এশিয়ান টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাতদিন ডট নিউজ এর রংপুর প্রতিনিধি মেজবাহুল হিমেল, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর ভিডিও জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন টিসিএর সভাপতি শাহনেওয়াজ জনি, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের রংপুর অফিস প্রধান রেজাউল ইসলাম মানিক, বাংলা ভিশনের অফিস প্রধান জুয়েল আহমেদ, করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি, মোহনা টিভির বিভাগীয় প্রতিনিধি শফিকুর রহমান, বাংলাদেশের খবর পত্রিকার রংপুর অফিস প্রধান রফিকুল ইসলাম, দৈকিন পরিবেশের স্টাফ রিপোটার জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বার্তা ২৪’র স্টাফ রির্পোটার ফরহাদুজ্জামান ফারুক, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি শিউলি বেগম, জয়যাত্রা টিভির ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল, খবরপত্র ও প্রথম খবরের স্টাফ রির্পোটার নুর হাসান চান, আমাদের প্রতিদিনের স্টাফ রির্পোটার শরিফুল ইসলাম সুমন, হারুনুর রশিদ সোহেল, বায়ান্নর আলোর স্টাফ রির্পোটার হারুনুর রশিদ, এনপি ৭১ নিউজের আলামিন সুমন, নিউজ ২৪ ক্যামেরা পার্সন সাদ্দাম হোসেন ডামি, সাইফুল ইসলাম মুকুল, একুশে টিভির ক্যামেরা পার্সন আলি হায়দার রনি, আরটিভির ক্যামেরা পার্সন আবুল কাসেম, মোহনা টিভির ক্যামেরা পার্সন রিংকু, ইনন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন রাকিবুল ইসলাম লিমন, ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি, রংপুরের খবর ও জাগো নিউজের রবিউল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং মাদ্রাসার শিক্ষক ও হাফেজবৃন্দ।

শেষে এশিয়ান টেলিভিশনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দোয়া করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় মিলাদ ও কোরআন খতম।

জেএম/রাতদিন