রংপুরে ভাস্কর্য বিরোধীদের দমনের দাবিতে মানববন্ধন

ভাস্কর্য বিরোধী ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের দাবিতে মানববন্ধন করেছে রংপুর  যুব মহিলা লীগ।  প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতা বিরোধী ও অপশক্তিকে প্রতিহতের ঘোষনা দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার, ৩ নভেম্বর  রংপুর প্রেসক্লাবের সামনে এই  মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্ম ব্যবসায়ীরা অপপ্রচার চালাচ্ছে।  মুসলিম দেশগুলোতেও তাদের নেতা ও ইসলামি চিন্তাবিদদের ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য ইতিহাস ও ঐতিহ্যের স্মারক।  

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনতে হবে।  

সমাবেশে মহানগর যুব মহিলা লীগের সভাপতি শাহনাজ বিউটির সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি,  সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নগরীর বিভিন্ন ওয়ার্ডের যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরআই/রাতদিন