রংপুরে ভুয়া কাগজপত্র দিয়ে পাসপোর্ট করতে এসে ধরা ৩ রোহিঙ্গা

সারমিন আক্তার, তাসমিনারা বেগম ও সুমাইয়া আক্তার। এই তিন রোহিঙ্গা নারী কক্সবাজারের টেকনাফ থেকে পাসপোর্ট করতে রংপুর এসেছিলেন। কিন্তু জাল কাগজপত্র ও অসংলগ্ন কথাবার্তার কারণে তারা ধরা পড়েছেন।

রোববার, ৭ জুলাই রংপুর বিভাগীয় পাসপোর্ট অফিস কতৃপক্ষ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

তারা পাসপোর্টের আবেদনে মিথ্যা তথ্য, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ জমা দিয়েছিলেন।

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হুদা জানান, দুপুরে ওই তিন নারী নিজেদের পরিচয় গোপন করে পাসপোর্টের জন্য আবেদনপত্র জমা দেয়। এসময় সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন।

আটক নারীরা জানিয়েছেন, তারা পাসপোর্ট করতে রংপুরের এক দালালের সাথে জনপ্রতি ৫০ হাজার টাকা করে চুক্তি করেছিলেন। এজন্য ওই দালালকে প্রত্যেকে ২০ হাজার টাকা আগাম দিয়েছিলেন। ওই দালালেই সব ভুয়া কাগজপত্র তৈরি করেছিলেন। তবে ওই দালালের পরিচয় পাওয়া যায়নি।

এবি/রাতদিন