রংপুরে মহিলা আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন

রংপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগ আলাদাভাবে আলোচনা সভা ও কেক কাটা, আনন্দ র‌্যালি এরকম নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।

বৃহষ্পতিবার, ২৭ ফেব্রুয়ারি মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।

জেলা মহিলা আওয়ামীলীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মরতুজা মনসুর। সাধারন সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, দফতর সম্পাদক আমিন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফা শওকত, তথ্য ও গবেষনা সম্পাদক মিজানুর রহমান তুহিন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক-উল-আলম কলে¬াল।

এছাড়াও বক্তব্য রাখেন, রংপুর জেলা মহিলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাথী বেগম, সহ-সভাপতি জেসমিন বেগম, যুগ্ম সাধারন সম্পাদক জলি কিবরিয়া, আল্পনা ইসলাম সেম্পি, সাংগঠনিক আফরোজা আজিজ কনি, আরেফিন নাহার বিউটি, প্রচার সম্পাদক মনোয়ারা খাতুন বনি, কৃষি বিষয়ক সম্পাদক শাহাজাদী ইসলাম কেয়া, ত্রান সম্পাদক সায়মা পারভীন, সদস্য ইক্তা লুনা, পিংকি, বদরগঞ্জ মহিলা আওয়ামীলীগ সভাপতি মোহসিনা বেগম, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আরজিনা বেগম,গঙ্গাচড়া মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলুফা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ময়নুল ইসলাম। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দুপুরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

অন্যদিকে রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগ আলোচনা সভা ও কেক কাটা ও আনন্দ র‌্যালির আয়োজন করেন। আলোচনা সভায় মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইসমত আরা বন্যা সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাবলী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি কানিজ ফাতেমা, মাজেদা বেগম, রুপালী বেগম, যুগ্ম সাধারন সম্পাদক বাবলী গোস্বামী, সুলতানা বেগম লাকী, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া আক্তার, ৩০ নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি মোতাহারা বেগম, সাধারন সম্পাদক নার্গিস আখতার, ৪নং ওয়ার্ড সভাপতি মাসুদা পাটোয়ারী, সাধারন সম্পাদক নার্গিস, ২৬ নং ওয়ার্ড সামসুন্নাহার, সাধারন সম্পাদক নাসরিন বেগম, ২৮ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মরিয়ম বেগম চম্পা প্রমুখ।

পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন হারাগাছ সরকারী কলেজের অধ্যপক শাহজাহান সিরাজ।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দুপুরে আনন্দ র‌্যালি করে নেতৃবৃন্দ।

জেএম/রাতদিন