রংপুরে শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন করতে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রেঞ্জের ৫২২১টি (মেট্রো এলাকা ব্যতীত) পূজামন্ডপে সকল প্রকার অপরাধ প্রতিরোধে করনীয় নির্ধারনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে একই স্থানে রংপুর বিভাগের ২০১৯ সালের আগস্ট মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র রেঞ্জের আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক আলোচনা হয়।

সভায় রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সালের আগস্টমাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।

নিরাপত্তা বিষয়ক এই মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রিন্ট-ইলেট্রনিক মিডিয়াসহ শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণসম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এনএইচ/রাতদিন