রংপুরে সাংবাদিকদের নিয়ে আরডিআরএসের মতবিনিময়

রংপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২ মে উন্নয়ন সংস্থা আরডিআরএস এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (উইমেন্স রাইট্স) মেজবাহুন নাহার, যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী প্রমুখ।

মতবিনিময়ে অংশ নেন যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, আমাদের সময়ের রংপুর প্রতিনিধি নজরুল মৃধা, বাংলাদেশ বেতারের নগর প্রতিবেদক সিদ্দিকুর রহমান, আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান আব্দুর রহমান মিন্টু, করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী, বায়ান্নর আলোর বার্তা সম্পাদক জিতু কবীর।

প্রতিদিনের বার্তার বার্তা সম্পাদক হুমায়ান কবীর মানিক, আমাদের প্রতিদিনের বার্তা সম্পাদক বোরহান কবীর বিপ্লব, দৈনিক পরিবেশের চীফ রিপোর্টার মমিনুল ইসলাম রিপন, বার্তা২৪.কমের ফরহাদুজ্জামান ফারুক, দাবানলের স্টাফ রিপোর্টার আফরোজা বেগম।

আরও উপস্থিত ছিলেন বণিক বার্তার রংপুর প্রতিনিধি এসএম পিয়াল, অভজারভারের লাবনী ইয়াছমিন লুনী, রাতদিননিউজের স্টাফ রিপোর্টার মেজবাহুর হিমেল, স্বাধীন আলো ও আমাদের প্রতিদিনের হারুন উর রশিদ সোহেল।

এইচএ/রাতদিন