রংপুরে সালিসে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ১৫ জনের নামে মামলা

রংপুরে সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহতের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার, ৩০ জানুয়ারি ওই ঘটনায় আটক সাইদুল মন্ডলকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া গ্রামের গফুর বাদশার সাথে একই গ্রামের বকুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন জমি জমার বিরোধ মিটানোর জন্য সালিসি বৈঠকে বসে। বৈঠকের এক পর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের ওপর হামলা চালায়। এতে গফুর বাদশার পিতা আব্দুল কাদের গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের ছেলে গফুর বাদশা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও ৮/১০ জন অজ্ঞাত আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির রাতদিনকে বলেন, সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলার ঘটনায় ১৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এনএ/রাতদিন

মতামত দিন