রংপুরে সোনালীর পর এবার জনতা ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত, ২৪ ঘন্টায় ১৬

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ব্যাংকার, চিকিৎসক, পুলিশ, আনসারসহ নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৮ জনে।

মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয় এতে এ্ই ১৬ জনের সংক্রমণ নিশ্চিত হয়।

আক্রান্তের মধ্যে জনতা ব্যাংক রংপুর কর্পোরেট শাখার এক কর্মকর্তা রয়েছেন। ওই কর্মকর্তার বয়স ৩৬ বছর। এর আগে ওই শাখার ব্যবস্থাপকও করোনায় আক্রান্ত হন। দুজনেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এর আগে সোনালী ব্যাংক রংপুর বাজার শাখার আট কর্মকর্তা করোনায় আক্রান্ত হন।

এছাড়া অন্যান্য আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক (৫২), রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ আনসার সদস্য, নগরীর সিও বাজারের এক পুরুষ (৫১), মুন্সিপাড়ার এক পুরুষ (৫৪), কামাল কাছনার এক বৃদ্ধ (৬০), নিউ জুম্মাপাড়ার এক বৃদ্ধ (৬২), ইন্দ্রা মোড় এলাকার এক নারী (৫৫), হনুমানতলা ইসলামপুর এলাকার এক বৃদ্ধ (৮০), গুড়াতিপাড়া এলাকার এক নারী (৫০) ও গঙ্গাচড়া কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৫০)।

এছাড়া নগরীর শালবন ইন্দ্রামোড় এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধের (৭০) নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।

এদিকে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রমেকের পিসিআর ল্যাব ও আইইডিসিআর এর নমুনা পরীক্ষার ফল মিলে রংপুর জেলায় আজকের ১৬ জনসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৮ জনে।

এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। আর মারা গেছেন তিনজন।

জেএম/রাতদিন