রংপুরে সড়ক বর্ধিতকরণের দাবিতে অবরোধ-বিক্ষোভ

রংপুর নগরীর রবার্টসন্সগঞ্জ মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড রেলগেট পর্যন্ত সড়ক বর্ধিতকরণের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, শাপলা চত্ত্বর থেকে তাজহাট আরকে রোড পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজের সাথে উল্লেখিত সড়কটি যুক্ত করে তা বর্ধিতকরণের দাবি জানানো হয়।

মঙ্গলবার, ১৪ মে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধের কারণে নগরীতে যানজটের সৃষ্টি হয়। এদিকে অবরোধ চলাকালে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব নাসিম আহমেদ সনু, ফিরোজ কায়ছার মামুন, সামছাদ হোসেন মার্শাল, জাহাঙ্গীর হোসেন রতন, এটিএম নাহিদ হাসান সাদ্দাম প্রমুখ।

দুপুর একটার দিকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা অবরোধস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

এবি/রাতদিন