রংপুরে হজ্ব প্রশিক্ষন কর্মশালায় অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি

রংপুর মহানগর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে হজ্ব গমনকারীদের জন্য আয়োজিত কর্মশালায় অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন জেলা হাজি কল্যাণ সংস্থা। শনিবার, ২২ জুন দিনব্যাপি কর্মশালায় হজ্ব গমনকারীদের মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করেন দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জামান সরকার। কর্মশালাটি পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী। এতে ২০১৯ সালে হজ্ব গমনেচ্ছুক এক হাজার ৮০০ মহিলা ও পুরুষ মুসল্লী অংশ নেন।

হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীদের একাংশ

কর্মশালার উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। সংস্থার সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংস্থার উপদেস্টা আলহাজ্ব এমদাদ হোসেন, রংপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মোঃ মাহফুজার রহমান, ইসলামী ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, আজাদ হোমিও হলের স্বত্বাধিকারী আখতার হোসেন বাদল ও আজিজুর রহমান চৌধুরী বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

জেলা হাজি কল্যাণ সংস্থা রংপুরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ খান, সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, মহিলা বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাফিসা সুলতানা কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা তত্ত্বাবধান করেন।

এনএইচ/ রাতদিন