রংপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

দিনাজপুরের চাঞ্চল্যকর মেহেদী হাসান সনি হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। সনিকে হত্যার পর থেকে মিজান রংপুরে এসে আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য প্রযুক্তির নিবিড় ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার, ২৩ ডিসেম্বর রংপুর মহানগরীর রেল স্টেশন এলাকায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে সনি হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান মিজানকে (৪৮) গ্রেফতার করা হয়।

মিজান দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মৃত জফিল উদ্দিন আকন্দের ছেলে। তার বিরুদ্ধে গত ৪ ডিসেম্বর দিনাজপুরে সংঘটিত সনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত মিজান। পূর্ব শত্রুতার জের ধরে নিজের বাড়িতে ডেকে নিয়ে সনিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে মিজান ও তার সহযোগীরা। ঘটনার পর থেকে সবাই পলাতক।

এনএ/রাতদিন