রংপুরে ২৪ ঘন্টায় ২৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, আক্রান্তের সংখ্যা বাড়ছেই

ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন ডেঙ্গু রোগী। সে হিসেবে প্রতি ঘন্টায় একজন করে রোগী ভর্তি হচ্ছে রমেক হাসপাতালে।

আজ শুক্রবার, ১৬ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক শাহাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ জুলাই থেকে আজ ১৬ আগস্ট বেলা ১১টা পর্যন্ত ২৯ দিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪৫৪ জন রোগী ভর্তি হয়। কিছু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরও আজ শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ১০২ জন।

এর মধ্যে ৮০ জন পুরুষ, ১৬ জন নারী ও ৬ জন শিশু। তাদের মেডিসিন ও শিশু বিভাগের পাঁচটি ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু রোগ নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি জানান, এরা সকলেই ঢাকা থেকে এসেছে, স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হয়নি।