রংপুরে ২৪ ঘন্টায় ২০ শনাক্ত, করোনায় আক্রান্ত বেড়ে ২৭৯১

বৃহত্তর রংপুরের তিন জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। রমেক ল্যাবে এদিন ১৮৮টি নমূনা পরীক্ষায় এই আক্রান্ত শনাক্ত হয়।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তের মধ্যে রংপুরে ১৪ জন, কুড়িগ্রামে ৪ জন ও লালমনিরহাটের ২ জন রয়েছে।

রমেক অধ্যক্ষের দেয়া তথ্য মতে, রংপুরে আক্রান্তদের মধ্যে রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাঃ পিন্নু হোস্টেলের এক যুবক (২৫), মহিলা হোস্টেলের এক নারী (২৪), পীরগাছার এক নারী (৪২), রৌমারীর এক নারী (৫৫), কাচারী বাজারের এক পুরুষ (৫৮), বদরগঞ্জের এক নারী (৪০), অপর নারী (১৮), নগরীর গুপ্তপাড়ার এক পুরুষ (৪৭), আশরতপুরের এক যুবক (২৮), এক পুরুষ (৫২), কামাল কাছনার এক পুরুষ (৩৯), ধাপের এক এক চিকিৎসক (৪১), নুরপুরের এক পুরুষ (৪৪), পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩০) ও এক নারী (৩৫)।

কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, কুড়িগ্রাম হাসপাতাল পাড়ার এক বৃদ্ধা (৭০), সদরের এক পুরুষ (৫২), রাজারহাট বোতলারপাড়ের এক নারী (৩৬)।

লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন থানাপাড়ার এক কিশোরী (১৫), হাতিবান্ধা গড্ডিমারীর এক পুরুষ (৩৪)।

সিভিল সার্জনের তথ্য মতে, এই নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৯১ জন। সুস্থ্য হয়েছেন ২ হাজার ৪৩৮ জন ও মারা গেছেন ৪৮ জন।

জেএম/রাতদিন