রংপুর আর পিছিয়ে থাকবে না : টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রংপুর অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখার দায়িত্ব সবার। সম্মিলিতভাবে কাজ করলে রংপুর আর পিছিয়ে থাকবে না। রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে’।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে উন্নয়নের ক্ষেত্র নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন’।

শনিবার, ২৬ জানুয়ারি রাজধানীতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মহসীনুল করিম লেবু।

এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, মুফদি আহমেদ, সহসভাপতি ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ প্রমুখ।

সরকারি এক তথ্য বিবরণী সূত্রে জানা গেছে এ খবর।

এইচএ/২৬.০১.১৯