রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবীতে মানববন্ধন

১৯৭১ সালের ২৮ মার্চ স্বাধীনতাকামী জনতা রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। ওই দিনে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি ও জেলার বধ্যভূমি রক্ষার দাবীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আজ রোববার, ৩ জানুয়ারি রংপুর প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও বীর মুক্তিযোদ্ধা বলরাম মহন্ত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক ডা. মফিজুল ইসলাম মান্টু, অ্যাডভোকেট লুৎফুল কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাকারিয়া জাকির ও অজয় কুমার দুলু প্রমুখ।

বক্তারা জানান,  ১৯৭১ সালের ২৮ মার্চ ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নেয় এ অঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ। সেই অনুযায়ী মিছিল করে ঘেরাও করলে ক্যান্টনমেন্ট থেকে দশটি জিপ বেরিয়ে এসে মিছিল লক্ষ্য করে গুলি চালায়। এতে হাজারো বাঙালী মারা যায়।

ওই দিনের জীবন উৎসর্গকারীরা এখনও শহীদের স্বীকৃতি পায়নি। অবিলম্বে তাদের  শহীদ হিসেবে স্বীকৃতির দাবী জানান তারা।

সেই সাথে ঘটনাস্থল বালারখালকে বধ্যভূমি হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানানো হয়।

এবিষয়ে বক্তারা বলেন, যুদ্ধের স্মৃতি বধ্যভূমিগুলোর জমি দখল হয়ে যাচ্ছে। সেগুলো রক্ষা করতে হবে।

আরআই/রাতদিন