রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁওয়ে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ ভোট গ্রহণ হবে দেশের ১২৯ উপজেলায়। এসব উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত হয়েছে। আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ‍ু

দেখে নিন রংপুর বিভাগে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলাগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন।

ঠাকুরগাঁও জেলা :

সদর উপজেলা : অরুণাংশু দত্ত টিটো

রানীশংকৈল : সাইদুল হক

হরিপুর : জিয়াউল হাসান

বালিয়াডাঙ্গী : আহসান হাবীব বুলবুল

পীরগঞ্জ : আখতারুল ইসলাম।

রংপুর জেলা :

পীরগাছা : আবদুল্লাহ আল মাহমুদ মিলন

তারাগঞ্জ : আনিছুর রহমান

বদরগঞ্জ : ফজলে রাব্বি

পীরগঞ্জ : নূর মোহাম্মদ মণ্ডল

গঙ্গাচড়া : রুহুল আমিন

কাউনিয়া : আনোয়ারুল ইসলা

গাইবান্ধা জেলা : 

সদর উপজেলা : শাহ সরোয়ার কবির

সাদুল্লাপুর : শাহরিয়া খান

গোবিন্দগঞ্জ : আবদুল লতিফ প্রধান

ফুলছড়ি : জিএম সেলিম পারভেজ

সাঘাটা : এমএম সামশীল আরেফিন

পলাশবাড়ী : একে মোকছেদ চৌধুরী

দিনাজপুর জেলা : 

সদর উপজেলা : ইমদাদ সরকার

চিরিরবন্দর : আহসানুল হক

ফুলবাড়ী : আতাউর রহমান মিল্টন

বিরামপুর : পারভেজ কবির

হাকিমপুর : হারুন-অর-রশিদ

বীরগঞ্জ : আমিনুল ইসলাম

নবাবগঞ্জ : আতাউর রহমান

পার্বতীপুর : হাফিজুল ইসলাম প্রামানিক

খানসামায় : শফিউল আযম চৌধুরী

ঘোড়াঘাট : আবদুর রাফে খন্দকার

কাহারোল : একেএম ফারুক

বিরল : একেএম মোস্তাফিজুর রহমান

বোচাগঞ্জ : আফছার আলী