রংপুর নগরীতে হবে আধুনিকমানের সড়ক, ৮৮৯ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২০-২০২১ অর্থ বছরে রংপুর সিটি কর্পোরেশনের ৮৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নখাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

আজ রোববার, ১৩ সেপ্টেম্বর দুপুরে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে রংপুর নগরীর শ্যামাসুন্দরী খাল সংস্কার ও নগরীর ডিসির মোড় থেকে মডার্ণ মোড় পর্যন্ত দৃষ্টিনন্দন আধুনিকমানের বঙ্গবন্ধু সড়ক নির্মাণ পরিকল্পনার কথা জানান মেয়র।

এ সময় সেখানে ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা ও প্যানেল মেয়র মাহমুদার রহমান টিটু।

এবি/রাতদিন