রংপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

রংপুর পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করাতে বেশ কিছুদিন ধরেই ভোগান্তির শিকার হচ্ছিলেন এক ব্যক্তি। আর তাই সোমবার, ৮ এপ্রিল সকালে পাসপোর্ট প্রত্যাশি ওই ব্যক্তি কল করেন দুদকের ( দুর্নীতি দমন কমিশন) হট লাইন ১০৬ নম্বরে। ফলে কিছুক্ষণের মধ্যে ওই পাসপোর্ট অফিসে অভিযান শুরু করেন দুদক রংপুর অফিসের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম।

জানা যায়, ওই ব্যক্তি নিজের পাসপোর্ট করাতে দিনের পর দিন ঘুরছেন রংপুর পাসপোর্ট অফিসে। কিন্তু প্রতিদিনই কোনো না কোনো সমস্যা দেখিয়ে আসছেন পাসপোর্ট অফিসের দায়িত্বরত কর্মকর্তারা। ফলে চরম ভোগান্তিতে পরেন ওই পাসপোর্ট প্রত্যাশি।

ছবি : রাতদিন.নিউজ

অবশেষে সোমবার সকালে তিনি ১০৬ নম্বরে কল করে দুদকে অভিযোগ করেন। মুহুর্তে বিষয়টি জানানো হয় দুদক রংপুর অফিসে।

ফলে বেলা ১১ টার দিকে রংপুর পাসপোর্ট অফিসে এসে অভিযান শুরু করেন দুদক। এসময় তারা পাসপোর্ট প্রত্যাশিসহ সংশ্লিষ্টদের সাথে নানা বিষয়ে কথা বলেন।

ছবি : রাতদিন.নিউজ

দুই ঘন্টা দুয়েকের অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, অভিযান চলাকালে তারা কোনো অনিয়ম পাননি। তবে দুদক খোঁজখবর অব্যাহত রেখেছে।

রাতদিন/এমআরডি