রংপুর বিভাগে প্রাণ হারালেন আরও ২ জন, নতুন আক্রান্ত ৪২

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তারা বিভাগের পাঁচ জেলার বাসীন্দা। এদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন।

আজ শুক্রবার, ২৩ এপ্রিল ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তরা শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

আক্রান্তদের মধ্যে রংপুরের ২০ জন, গাইবান্ধায় ৪ জন, কুড়িগ্রামে ২ জন, দিনাজপুর ও লালমনিরহাটের একজন করে রয়েছেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে রংপুর ও দিনাজপুরে একজন করে মানুষ প্রাণ হারিয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, রংপুর মেডিকেলে শুক্রবার শনাক্ত ওই ২৮ জন ছাড়াও গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে অপর ১৪ ব্যক্তি শনাক্ত হয়েছেন।

২০২০ সালের ১০ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬১৩ জন ও সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ২৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ৩৩৮ জন।

এবি/রাতদিন

মতামত দিন