রংপুর ল্যাবে ৬ জেলায় নতুন শনাক্ত ৪৫

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ছয় জেলায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বরাবরের মতো ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ওই ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্ত হওয়াদের মধ্যে রংপুরে ১৮ জন, গাইবান্ধায় ১৩, কুড়িগ্রামে ৭, লালমনিরহাটে ৫ এবং পঞ্চগড় ও নীলফামারী জেলার ১ জনের করে রয়েছেন।

আজ সোমবার, ২০ জুলাই সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

জানাগেছে, রংপুরের আক্রান্তদের মধ্যে পীরগঞ্জে ৫, বদরগঞ্জে ১, গঙ্গাচড়ায় ১, মিঠাপুকুরে ১ জন, সদরে ১, রমেকের আরটিআই কর্ণারে ১, রমেক হাসপাতালে চিকিৎসাধীন ১, নগরীর কেরানীপাড়ায় ২ এবং কামারপাড়া, নিউ সেনপাড়া, ঠিকাদারপাড়া, ধাপ মেডিকেল মোড় ও মনোহরপুর এলাকার ১ জন করে রয়েছেন।

গাইবান্ধা সদরে ২, বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে ৫, পলাশবাড়ীতে ৫ ও সুন্দরগঞ্জে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। কুড়িগ্রাম সদরে আক্রান্ত হয়েছেন ৭ জন।

এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে ৩, হাতীবান্ধায় ১ ও কালীগঞ্জে ১ জন এবং পঞ্চগড়ের বোদায় ও নীলফামারীর জলঢাকায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এবি/রাতদিন