রমজান মাসের জন্য প্রয়োজনীয় সামগ্রীর ছয় গুণ মজুদ রাখা হয়েছে: টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস উপলক্ষে ৫০ হাজার মেট্রিক টন তেল এবং প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিস পাঁচ থেকে ছয় গুণ মজুদ রাখা হয়েছে সরবরাহ ঠিক থাকলে আশা করি কোনো সিন্ডিকেট হবেনা।

তিনি আজ রোববার, ২৬ জানুয়ারি সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকগুলো কথা দিয়েছে তারা এপ্রিল মাসের মধ্যেই সুদের হার এক ডিজিটে নামিয়ে আনবে। এর আগেও তারা কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি। এবার আশা করি তারা কথা রাখবে।

বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারেক্টও কমে গেছে। আগামী বছর নিজস্ব ভবনে এই মেলা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক রূপ ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

এসময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলাম, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন