রমেক হাসপাতালে ভর্তি চীনফেরত শিক্ষার্থীর নমুনায় করোনাভাইরাস নেই: আইইডিসিআর

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে থাকা চীনফেরত দিনাজপুরের শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়নি। তাকেসহ এ পর্যন্ত ৫৫ জনের নমুনা পরীক্ষায় একই রেজাল্ট এসেছে। ফলে নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস মুক্ত আছে।

সোমবার, ১০ ফেব্রুয়ারি সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর মীরজাদী সেবরিনা ফ্লোরা নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নভেল করোনাভাইরাস সন্দেহে পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় ছবি প্রকাশ করার মধ্য দিয়ে তাদের রোগ তত্ত্ব কেন্দ্রিক ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বারবার এ ব্যাপারে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

কিন্তু গত কয়েক দিনে আমাদের দেশের কোনো কোনো গণমাধ্যমে এ বিষয়ে অসতর্কভাবে দায়িত্ব পালন করছে। এমন কি স্বাস্থ্য সেবায় যুক্ত অনেকেই এ বিষয়ে সতর্ক নন। যা কোনোভাবেই কাম্য নয়।‌ এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। পর্যবেক্ষণে থাকা ব্যক্তিরাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালক অধ্যাপক ডাক্তার শাহলিনা ফেরদৌসী জানিয়েছেন, বন্দরগুলোতে ভাইরাসের লক্ষণ পর্যবেক্ষণের কাজ আরো জোরালো করতে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দশটি উন্নত প্রযুক্তির থার্মাল স্ক্যানার চাওয়া হয়েছে। তারা আশ্বস্তও করেছে। পাশাপাশি দেশের অন্যান্য বন্দর ও হাসপাতালগুলোতে যারা এ বিষয়ে কাজে যুক্ত হয়েছেন বা হবেন তাদের প্রশিক্ষণ ও সতর্কতামূলক ব্যবস্থায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।