রাজশাহীতে ২৪ ঘন্টায় ৪৩ শনাক্ত, ৩৫ জনই বগুড়ার

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের ৪ জেলায় এই ৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হলেন। ফলে বিভাগটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯১৭ জনে।

সোমবার, ১ জুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গোপীনাথ দে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন আক্রান্ত এই ৪৩ জনের মধ্যে শুধুমাত্র বগুড়া জেলারই রয়েছেন ৩৫ জন।

তিনি জানান, নতুন আক্রান্ত এই ৪৩ জনসহ বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯১৭ জনে। এরমধ্যে সবচেয়ে বেশী সংক্রমণ বগুড়া জেলায়। এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৭ জন।

বিভাগের মোট আক্রান্ত ৯১৭ জনের মধ্যে রাজশাহীতে ৫২, চাপাইনবাবগঞ্জ ৫৪, নওগাঁ ১৩২, নাটোর ৫৫, জয়পুরহাট ১৮৯, বগুড়া ৩৫৭, সিরাজগঞ্জ ৪৩ এবং পাবনায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ জন বলে জানান তিনি।

বিভাগে মোট আক্রান্তের মধ্যে ২৩০ জন সুস্থ্য হয়েছেন এবং ৬ জন মৃত্যুবরণ করেছেন বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

ডা: গোপীনাথ জানান, বিভাগে মোট ৩২ হাজার ১২২ জনকে চৌদ্দ দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৫৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ মুহুর্তে বিভাগে মোট ৬ হাজার ২৩১ জন প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান তিনি।

জেএম/রাতদিন