রাতেই ব্যালটে সিল, কটিয়াদীতে ভোটগ্রহণ স্থগিত

রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে  কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ রোববার, ২৪ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জেলার ১১৭টি উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ আসে ব্যালট পেপারে আগেই সিল দেওয়া হয়েছে।

সেই প্রেক্ষিতে, সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন তিনি।

মোহাম্মদ তাজুল ইসলাম আরটিভি অনলা্ইনকে বলেন, রাতেই কিছু দুষ্কৃতিকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল দিয়ে রেখে দিয়েছে। এ পরিস্থিতিতে উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এমবি/রাতদিন