রাত পোহালেই বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়ানরা

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। এই সিরিজ খেলতে রোববার বাংলাদেশের মাটিতে পা রাখবে ক্যারিবীয়ান ক্রিকেট দল।

করোনাভাইরাসের শঙ্কায় বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন টেস্ট অধিনায়ক হোল্ডার, ওয়ানডে অধিনায়ক পোলার্ডসহ ক্যারিবিয়ানদের নিয়মিত ১০ জন ক্রিকেটার। তারুণ্যনির্ভর দল নিয়ে সফরে আসছে তারা।

রোববার সকাল ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট স্কোয়াড রোববার বাংলাদেশে আসবে। তারা সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা এসে পৌঁছানোর কথা রয়েছে। ওয়ানডে, টেস্ট আর সাপোর্ট স্টাফ সহ প্রায় ৩৮ জনের দল আসছে তারা।’

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২০ ও ২২ জানুয়ারি, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোসলে, বীরসাম্মি পারমল, কেমার রোচ, রেমন রেফার ও জমেল ওয়ারিকান।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, জাহার হ্যামিল্টন, কেমার হোল্ডার, আকেল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রেফার, কিয়োন হার্ডিং ও হেডেন ওয়ালশ জুনিয়র।

এনএ/রাতদিন

মতামত দিন