রাত পোহালেই রংপুর বিভাগের ২৭ উপজেলায় ভোট

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১১৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার, ১৮ মার্চ। এর মধ্যে রংপুর বিভাগের চার জেলার ২৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছেন, দ্বিতীয় ধাপে ১৭টি জেলার ১২৯টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে আদালতের আদেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।  এছাড়া দিনাজপুর সদর উপজেলার নির্বাচন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না। কারণ দুই উপজেলাতেই ইতোমধ্যে দুজন বিনাদ্বিন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ফলে উপজেলা দুটিতে শুধু ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রংপুর বিভাগের যেসব উপজেলায় ভোট সোমবার :

রংপুর : গংগাচড়া, তারাগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগঞ্জ উপজেলা।

ঠাকুরগাঁও :  ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলা।

গাইবান্ধা : গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলা।

দিনাজপুর : কাহারোল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, বিরামপুর, বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরল, পার্বতীপুর, খানসামা ও ঘোড়াঘাট উপজেলা।

এবি/রাতদিন