রাব্বীর চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান

রাব্বী বাঁচতে চায়। সাথীদের নিয়ে খেলতে চায়। স্কুলে যেতে চায়। চতুর্থ শ্রেনির মেধাবী ওই শিক্ষার্থীর ব্রেইন টিউমার ধরা পড়েছে।

সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশহাজারী গ্রামের এরশাদ হোসেনের সন্তান।

পরিবারের লোকজন জানায়, মাস ছয়েক আগে রাব্বীর প্রচন্ড মাথা ব্যাথা ও জ্বর হয়। প্রথমে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগে ভর্তি করা হয় তাকে।

পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার ব্রেইন টিউমার হয়েছে। সেকারণে মস্তিষ্কে পানী জমেছে। পরে চিকিৎসকের  পরামর্শে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে রাব্বীর মস্তিষ্কের পানি অপসারণের জন্য গত বছরের ২ ডিসেম্বর একটি অপারেশন করা হয়। এর মাধ্যমে মস্তিষ্কের সাথে মুত্রথলিকে পাইপ দিয়ে সংযুক্ত করা হয়। এতে তার পরিবারের ব্যয় হয় লক্ষাধিক টাকা।

তবে টিউমার অপারেশনের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন সাত লাখ থেকে ১০ লাখ টাকা। তবে রাব্বীর ভ্যানচালক বাবার সেই সামর্থ নেই।

রাব্বী কথা বলতে পারলেও সে এখন চোখে দেখেনা, হাটতেও পারেনা। 

তার পরিবারের শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।

সাহায্য বা তথ্যের জন্য যোগাযোগ -০১৭৬৭০৮০৬০৬ (এরশাদ হোসেন)।

এসকে/০৯.০২.১৯