রাশিয়াকে আন্তর্জাতিক খেলাধুলা থেকে চার বছরের নিষেধাজ্ঞা

কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল এবং ২০২০ সালের টোকিও অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ)।

সোমবার, ৯ ডিসেম্বর সুইজারল্যান্ডের লুসানেনে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির বৈঠকে রাশিয়াকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সূত্র: গার্ডিয়ানের

সব ধরনের খেলাধূলার আন্তর্জাতিক ইভেন্ট থেকে রাশিয়াকে চার বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ডব্লিউএডিএ। এই চার বছরের মধ্যে বড় দুটি ইভেন্ট কাতার বিশ্বকাপ ফুটবল ও টোকিং অলিম্পিক অনুষ্ঠিত হবে।

তবে রাশিয়ার যেসব অ্যাথলেট নিজেদেরকে ডোপিং মুক্ত প্রমাণ করতে পারবে তারা স্বতন্ত্রভাবে টোকিং অলিম্পিকে অংশ নিতে পারবে।

রাশিয়া এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাচ্ছে।

এনএইচ/রাতদিন