বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ফিলিপাইনে ব্যাংকারের জেল-জরিমানা


একই সাথে দেগুইতোকে ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করাও হয় বলে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। সেই রিজার্ভ চুরির ঘটনায় সংশ্লিষ্ট অর্থপাচারে দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ম্যাইয়া সান্তোস ডিগুইটো। দেশটির অর্থনৈতিক কেন্দ্র মেকাটি শহরের একটি আদালত বৃহস্পতিবার, ১০ জানুয়ারি এ রায় দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে।

রায়ে ডিগুইটোকে আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করে চার থেকে সাত বছর করে কারাদন্ড অর্থাৎ তাকে মোট ৩২ থেকে ৫৬ বছর কারাদন্ড ভোগ করতে হবে।

ম্যাইয়া সান্তোস ডিগুইটো । ছবি : সংগৃহীত

একই সাথে ফিলিপাইনের ঋণদাতা প্রতিষ্ঠান রিজাল কমার্সিয়াল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক
ডিগুইটোকে ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করাও হয় বলে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে।

বিশ্বের সাইবার জালিয়াতির অন্যতম এই ঘটনায় প্রথম কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হল বৃহস্পতিবার। তবে এ রায়ের বিরুদ্ধে তার মক্কেলের জন্য আপিল করবেন বলে জানিয়েছেন আইনজীবী দিমেট্রিও কাস্টোডিও।

বাংলাদেশের চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসলেও ফিলিপাইনে যাওয়া মোট আট কোটি ১০ লাখ ডলারের কোনো হদিস মেলেনি।

এআরডি-১০/০১/২০১৯

মতামত দিন