রুবেল ও খোকন খুনের বিচার দাবিতে হেজবুত তওহীদের সংবাদ সম্মেলন

নোয়াখালীর সোনাইমুড়িতে  দুই জনকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করেছে হেজবুত তওহীদ। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ওই ঘটনার তিন বছরপূর্তিতে এ দাবি করে তারা।

শুক্রবার, ১৫ মার্চ সকালে রংপুর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৬ সালের ১৪ মার্চ হেজবুত তওহীদের এমামের বাড়িতে মসজিদ নির্মাণকে ঘিরে স্থানীয় একটি মহল গুজব ছড়িয়ে ধর্মানুভূতিকে ব্যবহার করে ভয়াবহ তান্ডব ঘটায়।

ওই দিন জামায়াত-শিবির ও চরমোনাই পীরের অনুসারীরাসহ স্থানীয় একটি চক্র রুবেল ও খোকন নামে দুই জনকে জবাই  করে পুড়িয়ে হত্যা করে।

সংঘটিত হত্যাযজ্ঞের  তিন বছর পেরিয়ে গেলেও মামলার প্রকৃত আসামিরা গ্রেফতার হয়নি। ধরা ছোয়ার বাইরে রয়েছেন ইন্ধনদাতারা। ওই ঘটনায় পুলিশ ধীরগতিতে চার্জশিট দেয়ায় মামলার আসামি ও ইন্ধনদাতাদের দৌরাত্ম্য আরো বেড়েছে বলে অভিযোগ করেন হেজবুত তওহীদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর জেলা হেজবুত তওহীদের সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।

হেজবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবাহ্ এসময় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের রংপুর জেলার তথ্য বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

আরআই/রাতদিন