রেক্টিফাইড স্পিরিট সহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরে এক হাজার ৮৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ হারুন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আফজাল হোসেন জানান,‘রেক্টিফাইড স্পিরিটের একটি বড় চালান ঢাকা থেকে এসএ পরিবহনে রংপুরে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ হোসেন ও ইন্সপেক্টর তরুণ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল হারুনের বাড়ি গোপালপুর এলাকায় অবস্থান নেয়।

সত্যতা নিশ্চিত হয়ে একপর্যায়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে এক হাজার ৮৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ হারুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হারুন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এসকে/রাতদিন