রোববার রংপুরে আসছে আড়াই লাখ টিকা

প্রথম ধাপে রংপুরের জন্য আড়াই লাখ ডোজ করোনা ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

তিনি বলেছেন, রোববার, ৩১ জানুয়ারি টিকার কার্টন রংপুরে এসে পৌঁছাতে পারে। ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হবে।

রংপুরের সিভিল সার্জন বলেন, রংপুর সিটির ভেতরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে আরও ডোজ আসলে নিয়ম মাফিক এসব টিকা প্রদান করা হবে। টিকা প্রদানের কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ভ্যাকসিন পেতে অগ্রাধিকার তালিকাভুক্তদের অনলাইনে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না বলেও তিনি জানান।

এনএ/রাতদিন

মতামত দিন