লালমনিরহাটের প্রবীণ আ.লীগ নেতা বায়েজিদ কাদেরী মারা গেছেন

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বায়েজিদ কাদেরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

আজ শুক্রবার, ২ আগষ্ট সন্ধ্যার পর কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ কিডনী রোগে ভুগছিলেন।

জানা গেছে, প্রয়াত বায়েজিদ কাদেরী ছাত্র অবস্থা থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রলীগের রাজনীতি শেষে তিনি যুক্ত হন আওয়ামী লীগে। ১৯৭২ সালে কালীগঞ্জ কেইউপি কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন তিনি।

পেশাগত জীবনে বায়েজিদ কাদেরী দীর্ঘদিন ধরে তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ও স্ট্যাম্পভ্যান্ডার হিসাবে কর্মরত ছিলেন।

জানাজা : মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার, ৩ আগষ্ট সকাল ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ দাফন করা হবে।

শোক : প্রবীণ আ.লীগ নেতা বায়েজিদ কাদেরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এবি/রাতদিন