লালমনিরহাটে আদালতে হাতাহাতি, দুই আসামীর জামিন বাতিল

লালমনিরহাটের আদালত প্রাঙ্গণে দুই নারীর সঙ্গে হাতিহাতির ঘটনায় দুই মাদক মামলার আসামীর জামিন বাতিল করেছেন বিচারক।

রোববার, ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুসা আলম।

এসআই মুসা আলম জানান, দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক মারুফ হোসেন কক্ষের সামনে এ ঘটনা ঘটে। পরে হাতাহাতির ঘটনায় দুই আসামীর পূর্ব জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন বিজ্ঞ বিচারক মারুফ হোসেন।

ওই দুই আসামী হলেন, আদিতমারী উপজেলার দীঘলটারি এলাকার আমির হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৮) ও রাবিউল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, দ্বিতীয় দায়রা জজ আদালতের বারান্দায় হাজিরা দেওয়ার জন্য অপেক্ষা করছিল রাশিদুল ও রাবিউল। এ সময় তারা সেখানে উপস্থিত দুই নারীকে নানাভাবে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে রাশিদুল ও রাবিউলের শার্টের কলার ধরে উত্যক্ত করার প্রতিবাদ জানান দুই নারী। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় বিচারক মারুফ হোসেন হাতাহাতির ঘটনা দেখে ফেলেন। পরে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লালমনিরহাট কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুসা আলম রাতদিন.নিউজকে জানান, বিচারকের আদেশে দুই মাদক মামলার আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এনএ/রাতদিন