লালমনিরহাটে ঈদে মামা বাড়ি এসে লাশ হয়ে ফিরলো নব দম্পত্তি

লালমনিরহাট সদর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে নবদম্পত্তির মৃত্যু হয়েছে। ঈদে মামা বাড়িতে বেড়াতে এসে ওই দম্পত্তি স্থানীয় সতী নদীতে ডুবে মারা যায়।

আজ মঙ্গলবার, ৪ আগস্ট দুপুরে ঘটনাটি ঘটে সদর উপজেলার রাজপুরে। মৃতরা হলেন রংপুর নগরীর বাহারকাছনা এলাকার মকবুল হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টি (১৯)।

সদর থানার ওসি মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

পুলিশ জানায়, রংপুর থেকে সকালে  স্ত্রীকে নিয়ে রাজপুর গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসেন আনোয়ারুল। পরে প্রচণ্ড গরমে সতী নদীতে গোসল করতে যায় ওই দম্পত্তি। কিন্তু ঘন্টাখানেক পরেও তারা মামা বাড়িতে না আসায় বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকেন। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপর লালমনিরহাট এবং কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে সতী নদী থেকে আনোয়ারুল হক ও তার স্ত্রী বৃষ্টির লাশ উদ্ধার করে।

রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, রাজপুর গ্রামের ফারুক হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল তারা।

এবি/রাতদিন