লালমনিরহাটে একজনের সংস্পর্শে থাকা ৭ জন করোনায় আক্রান্ত, জেলায় ৯

গত ২৪ ঘন্টায় লালমনিরহাট জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। আক্রান্ত এই ৯ জনের মধ্যে একই পরিবারের রয়েছেন ৫ জন। যারা সম্প্রতি করোনায় আক্রান্ত এক ব্যক্তির পরিবারের সদস্য। এছাড়া আক্রান্ত আরও দুইজন যারা ওই রোগীর চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার, ৭ মে আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর আরেফিন প্রধান কল্লোলের দেয়া তথ্য থেকে এমনটা জানা গেছে।

তিনি জানান, সম্প্রতি গাজীপুর থেকে ফেরত আসা করোনা পজিটিভ ব্যক্তির পরিবারের ৫ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এরা হলেন, ওই ব্যক্তির বোন, ভাই, স্ত্রী, দাদী এবং বাবা। সবার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের শখের বাজার এলাকায়। আক্রান্ত অপর দুজন ওই রোগীর সংস্পর্শে আসা আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ষ্টাফ নার্স এবং হাসপাতালের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রন সহকারী ।

এই সাতজন ছাড়া আজ জেলায় আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের একজন আদিতমারীর অন্য জন হাতীবান্ধা উপজেলার।

আদিতমারীতে আক্রান্ত ওই ব্যক্তিও সম্প্রতি নারায়নগঞ্জ থেকে ফিরেছেন।

আর হাতীবান্ধা উপজেলায় আক্রান্ত এক নারীও সম্প্রতি কুমিল্লা থেকে ফিরেছেন। তার বাড়ি সিংগীমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।

জেএম/রাতদিন