লালমনিরহাটে করোনা আক্রান্ত প্রধান শিক্ষক না ফেরার দেশে, মৃতের সংখ্যা বেড়ে ৩১

লালমনিরহাটে সদর উপজেলার এক প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন । হযরত আলী (৪৮) নামের ওই শিক্ষক মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।

আজ সোমবার, ৫জুলাই দুপুরে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার রাতে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান।

এ নিয়ে লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। এই ৩১ জনের মধ্যে ছয় জন শিক্ষক রয়েছেন বলে জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৪ শতাংশ। এ সময়ে ১৪১ জনের করোনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৪৮ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৬৩৫ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২৪১ জন।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে শয্যা ২০ থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

জেএম/রাতদিন

মতামত দিন