লালমনিরহাটে সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


লালমনিরহাটে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারী সংবাদকর্মীদের সহায়তা প্রদান সংক্রান্ত ৫দিনের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় পর্যায় শেষ হয়েছে।

সোমবার, ১১ নভেম্বর সমাপনী দিনে বেসরকারি সংস্থা ‘নজীর’র হল রুমে এ উপলক্ষ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম) ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী, নিউজ নেটওয়ার্ক-এর সম্পাদক শহিদুজ্জামান, ইউএসএস-এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী।

পাঁচ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন সংবাদকর্মী অংশ গ্রহন করেন। প্রধান অতিথি তাদের হাতে সনদপত্র তুলে দেন।

এর আগে ২ নভেম্বর প্রথম ধাপে ২৫ জন সংবাদকর্মী ৫ দিনের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম কানু ।

এতে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হোসেন বকুল।

বক্তব্য রাখেন, কবি-সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি ও ব্যবসায়ী শেখ আব্দুল হামিদ বাবু।

ইউএসএস-এর প্রোগ্রাম ফেসিলিলেটর আব্দুর রউফ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘নজির’ এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার, নিউজ নেটওর্য়াকের কর্মকর্তা শ্যামল রায়, হিউম্যান ডিফেন্ডারস ফোরাম জেলা শাখার সাধারন সম্পাদক নিশি কান্ত রায়, চ্যানেল টুয়েন্টি ফোর এর স্টাফ রিপোর্টার সামিউল ইসলাম পাটোয়ারী মিলনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, ১২-১৩ নভেম্বর, দু’দিন চলবে সম্পাদক পর্যায়ে ১০ জন সংবাদকর্মীর প্রশিক্ষণ ।

প্রসংগত, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ‘বাংলাদেশের নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ প্রকল্পের এ কার্যক্রম নিউজ নেটওয়ার্ক ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারী যৌথভাবে বাস্তবায়ন করছে।

এনএ/রাতদিন