লালমনিরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত

লালমনিরহাটে একজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সদর উপজেলার ওই ব্যক্তির নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে।

শনিবার, ১১এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ওই ব্যক্তি নারায়নগঞ্জের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিল। গত কয়েকদিন আগে বাড়ি আসেন। এরপর বাড়িতে অসুস্থ হলে তার করোনার উপসর্গ সন্দেহে শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে।

তিনি জানান, সংক্রমণ প্রতিরোধে ওই গ্রামটি লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রসাশনকে জানানো হয়েছে।

এনএ/রাতদিন