লালমনিরহাটে বিজিবি’র উদ্যোগে বিদ্যানন্দের ত্রাণ অব্যাহত, আজ ১২শ পরিবারে

লালমনিরহাটে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে  সীমার্ন্তবর্তী  গ্রাম এলাকার  কর্মহীন ,গরীব ও দুস্থ অসহায় ৬০০  গরীব ও দুস্থ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার, ৩১ মে বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত তিনটি ভিন্ন স্থানে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ সব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এ  সময় হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মধ্য ঠ্যাংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ২০০ পরিবার, পাটগ্রাম উপজেলার মোমিনপুর কুচলিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ পরিবার ও  দহগ্রাম  ইউনিয়নের নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ জন  পরিবারসহ মোট ৬০০ পরিবারের  হাতে এ সব খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এগুলোর মধ্যে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মধ্য ঠ্যাংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরণ করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো: জাহাঙ্গীর আলম , এছাড়াও পাটগ্রাম উপজেলার মোমিনপুর কুচলিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরণ করেন কুচলিবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার তারাজুল ইসলাম, দহগ্রাম  ইউনিয়নের নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রান সামগ্রী বিতরণ করেন পানবাড়ি  ক্যাম্পের কম্পানি কমান্ডার হারুনর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো: জাহাঙ্গীর আলম , বাউরা ডাঙ্গাটারী বিওপি ক্যাম্পের কমান্ডার  নায়েব সুবেদার মো: নাসির উদ্দিন , চরখড়িবাড়ি বিওপি ক্যাম্পের   নায়েব সুবেদার শাহ আলম, কুচলিবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার তারাজুল ইসলাম, পাটগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আবু জাফর, পানবাড়ি  ক্যাম্পের  কমান্ডার হারুনর রশিদ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্রের ভাষ্যমতে, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় এ পর্যন্ত এটি চতুর্থ পর্বের  ত্রাণ বিতরণ ।

এ সময় খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন প্রকার খাদ্যসহায়তা  দেওয়া হয়।

এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তবর্তী গ্রামে দুই দিনে কর্মহীন ,গরীব ও দুস্থ অসহায় ৬০০ পরিবারের মাঝে ত্রান হিসেবে  খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার, ৩১ মে বেলা ১১ টায় তিস্তা ব্যাটালিয়ন ২ – (রংপুর ৬১ বিজিবি) ব্যাটালিয়নের   উপ  -অধিনায় মেজর মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বুড়িমারী ইউনিয়নের শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০০  কর্মহীন ও গরিব অসহায়দের মাঝে  ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এর আগের দিন শনিবার খারিজা জোংড়া ঈদ গাঁ মাঠে  ২০০ এবং  জগতবেড় ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে ২০০ পরিবার সহ মোট ৬০০ পরিবার কে এ ত্রান সামগ্রি দেওয়া হয় । খারিজা জোংড়া ঈদ গাঁ মাঠে   ত্রান  সামগ্রী বিতরণ করেন খারিজা জোংড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল হোসেন এবং জগতবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ত্রান সামগ্রী বিতরণ করেন শমসের নগর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার সুলতান মুন্সি ।

এ সময় ত্রান হিসেবে চাল, ডাল, আটা , মাস্ক ,লবণসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী দেওয়া হয়।

জেএম/রাতদিন