লালমনিরহাটে হবে বিমান মেরামত কেন্দ্র, প্রস্তাব সৌদি আরবের

বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য বাংলাদেশের কাছে প্রস্তাব দিয়েছে সৌদি আরব। লালমনিরহাটের পরিত্যক্ত বিমানঘাঁটিতে এটি স্থাপনের অনুমতির জন্য বাংলাদেশের কাছে এই প্রস্তাব দিয়েছে সৌদি।

সৌদি আরবের এই প্রস্তাব নিয়ে দুই দেশের মধ্যে আলোচনারও উদ্যোগ নেয়া হয়েছে।

সৌদি আরবের সমরাস্ত্র নির্মাতা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান সৌদি এরাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজের (সামি) দেয়া প্রস্তাব নিয়ে গত সপ্তাহে রিয়াদকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

সামিকে লালমনিরহাট বিমানঘাঁটি বরাদ্দ দেয়া হলে শুরুতে বাংলাদেশে অন্তত ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার, ২০ আগস্ট ঢাকা ও রিয়াদের বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র ও প্রতিরক্ষাবিষয়ক সাময়িকীর বরাত দিয়ে প্রথম আলো এ খবর প্রকাশ করেছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের সাম্প্রতিক রিয়াদ সফরের সময় সৌদি কর্তৃপক্ষ লালমনিরহাট বিমানঘাঁটিকে কেন্দ্র করে কারখানা প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে।

এনএইচ/রাতদিন