লালমনিরহাটে বিজয়ী যারা

লালমনিরহাটের তিনটি আসনের দুটিতে মহাজোট এবং একটিতে জিতেছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা। জেলার আসন তিনটিতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। আসন তিনটির ৩৬২টি কেন্দ্রের ভোটার সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৬৯৫ জন।

সর্ববেশেষ পাওয়া তথ্য মতে, লালমনিরহাট- ১ আসন (পাটগ্রাম-হাতীবান্ধা) আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেন নৌকা প্রতীকে ২ লাখ ৬৪ হাজার ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১ হাজার তিন ভোট। উন্মুক্ত হিসেবে এ আসনে জাতীয়পার্টির প্রার্থী মেজর(অব.) খালেদ আখতার অংশ নিয়ে লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২০৯ ভোট।

লালমনিরহাট- ২ আসনে (আদিতমারী-কালীগঞ্জ) মহাজোট প্রার্থী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ নৌকা প্রতীকে ১ লাখ ৯৯ হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী রোকন উদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৫৩৩ ভোট।

অপরদিকে লালমনিরহাট-৩(সদর) আসনে লাঙল প্রতীকে ১ লাখ ১২ হাজার ৬৬৫ পেয়ে বিজয়ী হয়েছেন মহাজোট প্রার্থী ও জাতীয়পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। এ আসনে ৭৮ হাজার ১৩৩ ভোট পেয়ে হেরে গেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুল হাবিব দুলু।

এইচএ/৩০.১২.১৮

মতামত দিন