লালমনিরহাটে ৩শ’ টাকা চুরির অপবাদে প্রতিবন্ধী কিশোরকে মধ্যযুগীয় নির্যাতন

চোর সন্দেহে লালমনিরহাটের আদিতমারীতে প্রতিবন্ধী এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করা হয়েছে। তার বিরুদ্ধে ৩শ’ টাকা চুরির অভিযোগ আনা হয়। তবে এলাকাবাসী দাবী করেছেন, ছেলেটি পাগল।

শনিবার, ২২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতের পর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়াবাড়ী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে নুর আলম।  সে ওইদিন রাতে একই গ্রামের ইউনুস আলীর বাড়িতে ঢোকে। এ অবস্থায় ইউনুসের পরিবারের লোকজন তার বিরুদ্ধে চুরির অপবাদ এনে মারধর শুরু করে। ৩০০ টাকা চুরির দায়ে তার উপর প্রায় ঘন্টাখানেক ধরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

রাত ২টার দিকে প্রথমে গ্রামপুলিশ এবং পরে থানা পুলিশ সেই কিশোরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপ-সহকারী মেডিক‌্যাল অফিসার সৌরভ কুমার, যিনি সেসময় দায়িত্বরত ছিলেন, তিনি জানান, ছেলেটি যথেষ্ট ভীতির মধ্যে আছে। মানুষ দেখলেই ভয় পাচ্ছে সে। তার পিঠে, হাটুতে গুরুতর আঘাতের কালো চিহ্ন রয়েছে। বাম চোখে সাব-কনজাংটিভাল হেমোরেজ হয়েছে।

অবস্থার উন্নতি না হলে চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানান তিনি।

জেএম/রাতদিন