‘লালমনিরহাট অনলাইন নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ‘লালমনিরহাট অনলাইন নিউজ’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কালীগঞ্জ প্রেসক্লাবে গতকাল রোববার, ২০ সেপ্টেম্বর দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

গতকাল দুপুরের দিকে ঢাকা থেকে মোবাইল ফোনে প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

দুপুরে প্রথমার্ধের অনুষ্ঠানে কালীগঞ্জ প্রেসক্লাবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন ও লালমনিরহাট বার্তার সম্পাদক মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম কানু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লালমনিরহাট অনলাইন নিউজের সম্পাদক রাহিবুল ইসলাম টিটুল।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক শেখ আবদুল আলিম, প্রেসক্লাবে সম্পাদক লিটন পারভেজ, কলেজ শিক্ষক মিজানুর রহমান,  তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, চলবলা ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, সাংবাদিক তিতাস আলম, এনটিভি ও কালের কন্ঠের  লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, নিউজ ২৪ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের রেজাউল করিম মানিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলানিউজের প্রতিনিধি খোরশেদ আলম সাগর, মানকন্ঠের আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক, বার্তা২৪ প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, বিজয় টিভির মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিককর্মী লেলিন বসুনিয়া।

আলোচনা সভা শেষে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে জেলার একাধিক সাংবাদিকসহ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রবিউল হাসান ও এনটিভির সিনিয়র রিপোর্টার একেএম মঈনুল হক। তাদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয় লালমনিরহাট অনলাইন নিউজের পক্ষ থেকে।

এবি/রাতদিন