লালমনিরহাট কারাগারে বোমা মেরে ‘সাথী ভাইদের’ ছিনিয়ে নেয়ার হুমকি, নিরাপত্তা জোরদার

লালমনিরহাটের জেলা কারাগার বোমা মেরে উড়িয়ে ‘সাথী ভাইদের’ নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও জেল সুপারকে। উড়ো চিঠি ও ফোনে দেওয়া এ হুমকির পর গতকাল রবিবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরির(জিডি) করা হয়েছে।

এদিকে আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর থেকে কারাগারের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারাগার সূত্র জানায়, লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেল সুপারকে একটি উড়ো চিঠি পাঠানো হয় গত সপ্তাহে। চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে ‘সাথী ভাইদের’ ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে প্রশাসন। এই অবস্থায় গত শনিবার জেল সুপার কিশোর কুমার নাগকে ফোনেও একইভাবে হুমকি দেওয়া হয়। এর পর পরেই থানায় জিডি করা হয়েছে।

জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, ‘আমাদের নিরাপত্তার একটি অংশ হচ্ছে জিডি। এছাড়া জেলখানার সব সময় নিরাপত্তা থাকে’।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, ‘তদন্ত ও গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে এখনই তেমন কিছু বলা যাচ্ছে না’।

জেলা প্রশাসক আবু জাফর জানান, গত সপ্তাহে হুমকি দিয়ে আমার ও জেল সুপারের কাছে একটি করে চিঠি আসে। এরপর জেল সুপারকে মোবাইলে হুমকি দেওয়া হলে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, ১৯০ জন ধারণক্ষমতার লালমনিরহাট কারাগারে বর্তমানে ৪৬৬ বন্দি আছেন। তাদের মধ্যে নাশকতার বিভিন্ন মামলায় জঙ্গি সংগঠনের ২০ সক্রিয় সদস্য আছে।

এইচএ/রাতদিন