লালমনিরহাট কারাগারে হামলার হুমকি: চিঠিতে যা বলা হয়

লালমনিরহাট জেলা কারাগারে হামলা করে ‘সাথী ভাইদের’ ছিনিয়ে নিয়ে যাওয়ার হুমকিদাতা এখনো শনাক্ত হয়নি। তবে এটিসহ দেশের বাকি কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর ও জেল সুপার কিশোর কুমার নাগকে চিঠি ও একটি টেলিটক নাম্বর থেকে হুমকি দেয়া হয়েছিল। হুমকি দেয়া সেই চিঠি আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে একটি গণমাধ্যম।

ওই খবরে বলা হয়, ডাকযোগে পাঠানো ওই চিঠির খামে প্রেরক হিসাবে ইমরান খানের নাম লেখা হয়েছে। আর ঠিকানা লেখা আছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর ইউনিয়ন। কম্পিউটারে কম্পোজ করে লেখা ওই খামে পৃথক ‍পৃথক ভাবে জেলা প্রশাসক ও জেল সুপারকে চিঠিটি পাঠানো হয়।

সংবাদমাধ্যমটি ওই চিঠি ও খামের ছবি প্রকাশ করেছে।

কম্পিউটারে লেখা চিঠিতে বলা হয়, ‘আপনার জেলা কারাগারে বন্দি আমাদের সাথী-সঙ্গী ভাইদের উঠিয়ে নিয়ে যাবো। যতো ক্ষমতা ও শক্তি আছে চেষ্টা করুন। কোনও লাভ হবে না। কঠিন হামলা করে হলেও আমাদের সাথী ভাইদের নিয়ে যাবোই যাবো।’  

এইচএ/রাতদিন