‘লালমনি ঈদ স্পেশাল’ চলবে ২ জুন থেকে

আসছে ঈদুল ফিতর উপলক্ষে এবারও লালমনিরহাট-ঢাকা পথে চলবে ‘লালমনি ঈদ স্পেশাল’ আন্ত:নগর ট্রেন।

গত ১৫ মে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সূজন এ তথ্য জানান। এদিকে ঘোষণা অনুযায়ী ট্রেনটি চালাতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে রেলওয়ে কতৃপক্ষ।

সূত্র মতে, ঈদ স্পেশাল ট্রেনটির কমলাপুর থেকে যাত্রা শুরু হবে আগামী ২ জুন থেকে। এটি ঈদে ঘরমুখো মানুষকে নিয়ে লালমনিরহাট আসবে ৪ জুন পর্যন্ত।

মাঝখানে বিরতি দিয়ে ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তি ৭দিন চলাচল করবে লালমনি ঈদ স্পেশাল।

ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল সোয়া ৯টায় এবং লালমনিরহাট থেকে ছাড়বে রাত সাড়ে ৯টায়।

স্পেশাল ট্রেনের টিকিট মোবাইল অ্যাপসে পাওয়া যাবে না। ঈদের ফিরতি টিকিট পাওয়া যাবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত। ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের আর ১ জুন ১০ ও ১১ জুনের টিকিট পাওয়া যাবে।

এইচএ/রাতদিন