শপথ না নিয়েই চলে গেলেন সৈয়দ আশরাফ

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার, ৩ জানুয়ারি রাতে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর তার চাচাত ভাই সৈয়দ তারেকুল ইসলাম ভিক্টরকে উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে দৈনিক সমকাল’র অনলাইন।

বাসস পরিবেশিত খবরে বলা হয়, সৈয়দ আশরাফের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সৈয়দ আশরাফুল ইসলাম শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছিলেন। শেষ পর্যন্ত শপথ না নিয়েই  পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। এর আগে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালেও তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এইচএ/০৩.০১.১৯

মতামত দিন