শাসক নয় সেবক হিসেবে কাজ করছে সরকার : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনকল্যাণ নিশ্চিত করতে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের শান্তি।

শুক্রবার, ১ মার্চ বিকেলে নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জবাসীর পক্ষ থেকে স্থানীয় সরকারি শাহ আব্দুর রউফ কলেজ মাঠে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার আপামর জনতা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল পতাকা।’

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পীরগঞ্জের জনগণের অকৃত্রিম ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো সংসদে স্পিকার পদে আসীন হয়েছি। আমি চিরদিন আপনাদেরকে শ্রদ্ধার সাথে মনে রাখব।’

পীরগঞ্জের ইউএনও টিএমএ মমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, অধ্যক্ষ রাশেদুন্নবী চৌধুরী, জেলা আ.লীগ নেতা নূরুল আমীন রাজা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা প্রমুখ।

এর আগে স্পিকারকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এইচএ/রাতদিন